এমপি দিদারের ডিপোতে লরিচালক হত্যার প্রধান আসামি কারাগারে

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন গাড়ির ডিপোতে গুলি করে এক লরিচালককে খুনের ঘটনার ৫দিন পর মামলার প্রধান আসামি মাসুমকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাসুম চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায, গত ২৮ আগস্ট দুপুর আড়াইটার দিকে উত্তর সলিমপুর ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আবুর পুত্র মো. মাসুম (২৮) প্রকাশ্যে দিবালোকে সলিমপুর ওশান মেরিনের পূর্বপাশে (দিদারুল আলম ব্রাদার্স) এর লরি চালক মো. শাহাজাহান সাজুকে (৪৮) গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী শাহিদা আক্তার বাদি হয়ে স্বামীর হত্যাকারী মাসুমকে প্রধান আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামিম শেখ বলেন, ‘সাজু হত্যার ঘটনায় মামলার ৫দিন পর আসামি মাসুম আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড চেয়েছে বলেও জানান তিনি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!