এমডিকে বাদ দিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আরেক শীর্ষ কর্তা পদ ছাড়লেন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমডিকে বরখাস্ত করে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

এর আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর মামুন-উর-রশিদকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। একইসঙ্গে তাকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি পদ থেকে সরিয়ে দেওয়ার অনুমোদন নিতে বিএসইসি’র কাছে চিঠি পাঠিয়েছে সিএসই’র পর্ষদ।

এদিকে কাজের পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ সামসুর রহমান পদত্যাগ করেছেন। সামসুর রহমানের পদত্যাগ কার্যকর হবে অক্টোবর মাস থেকে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের দ্বিতীয় শেয়ার বাজার। ১৯৯৫ সালের ১ এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত। এই স্টক এক্সচেঞ্জে ব্রোকার হাউজের সংখ্যা বর্তমানে ১৪৮টি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!