এবার ১৬ হটলাইন নম্বরে মিলবে সিএমপির ‘হোম সার্ভিস’

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে বাসায় অবস্থান করা মানুষের সহায়তায় ১৬টি থানায় হটলাইন সেবা চালু করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। বাসায় অবস্থানকারী মানুষ এসব হটলাইনে ফোন করলেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং ওষুধপত্র সবকিছুই ঘরে পৌঁছে দেবে পুলিশ। এমনকি কারো যদি অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়, তাদের সহায়তায়ও এগিয়ে আসবে পুলিশ।

‘স্টে অ্যাট হোম’ কার্যক্রমকে স্বাগত জানিয়ে যে সকল নগরবাসী এ প্রক্রিয়াটি মেনে চলছে তাদের সুবিধার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহাবুবর রহমানের উদ্যোগে সিএমপির ৪ বিভাগের ১৬টি থানায় এই সার্ভিস চালু করা হয়েছে। সিএমপির পক্ষ থেকে নেওয়া এই বিশেষ হোম সার্ভিসের ব্যবস্থার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ কিনতে পাওয়া যাবে পুলিশের সহায়তা।

সিএমপি উত্তর বিভাগের জরুরি ফোন নম্বরগুলো হল—
চান্দগাঁও থানা • ০১৭৬৯৬৯৫৬৬৯
পাঁচলাইশ থানা • ০১৭৬৯৬৯৫৬৭০
বায়েজিদ বোস্তামী থানা • ০১৭৬৯৬৯৫৬৬৮
খুলশী থানা • ০১৭৬৯৬৯৫৬৬৬

সিএমপি দক্ষিণ বিভাগের জরুরি ফোন নম্বরগুলো হল—
কোতোয়ালী থানা • ০১৭৬৯-৬৯৫৬৬৫
বাকলিয়া থানা • ০১৭৬৯-৬৯৫৬৬৭
চকবাজার থানা • ০১৭৬৯-৬৯৫৬৭৯
সদরঘাট থানা • ০১৭৬৯-৬৯৫৬৮০

সিএমপি পশ্চিম বিভাগের জরুরি ফোন নম্বরগুলো হল—
ডবলমুরিং থানা • ০১৭ ৬৯৬৯৫ ৬৭১
হালিশহর থানা • ০১৭ ৬৯৬৯ ৫৬৭৩
পাহাড়তলী থানা • ০১৭ ৬৯৬৯ ৫৬৭২
আকবরশাহ থানা • ০১৭ ৬৯৬৯ ৫৬৭৮

সিএমপি বন্দর বিভাগের জরুরি ফোন নম্বরগুলো হল—
বন্দর থানা • ০১৭৬৯০৫৮১৪৯, ০১৭৬৯৬৯৫৬৭৪
ইপিজেড থানা • ০১৭৬৯৬৯১১০৬,০১৭৬৯৬৯৫৬৭৭
পতেঙ্গা থানা • ০১৭৬৯০৫৮১৫০, ০১৭৬৯৬৯৫৬৭৫
কর্ণফুলী থানা • ০১৭৬৯০৫৮১৫১,০১৭৬৯৬৯৫৬৭৬

সিএমপি উপ-কমিশনার (উত্তর জোন) বিজয় বসাক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সরকার করোনা ভাইরাসের বিস্তার রোধে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ মেনে সুনাগরিকের পরিচয় যারা দিবেন তাদের জন্য আমাদের বিশেষ উদ্যোগ ‘হোম সার্ভিস’। এসব হটলাইন নাম্বারে ফোন করে নগরবাসী জরুরি সামগ্রী ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আমাদের সহায়তা পাবেন। পাশাপাশি কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন হয়, আমরা তাদের সহায়তায় এগিয়ে আসবো।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!