এবার হাটহাজারীতে নকল মসলা জব্দ

হাটহাজারীতে এবার নকল মসলা জব্দ করেছেন উপজেলা প্রশাসন।সোমবার (২০ মে) দুপুর দুইটায় অভিযান চালিয়ে ছয় মণ নকল মসলা ও ৬০ কেজি পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রমজানে বাজার মনিটরিংয়ে হাটহাজারীতে একাধিকবার দেশি-বিদেশি ব্রান্ডের নকল চা পাতাসহ পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। এরপরেও থেমে নেই ভেজালকারীরা।পরপর ধরা পড়ছে বিভিন্ন ভেজাল কারখানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের পশ্চিমে রেল ক্রসিংয়ের আগে একটি ঘরে দেশি বিদেশি মসলাসহ বিভিন্ন ব্রান্ডের পণ্য নকল করে বাজারে বিক্রি করে আসছিল এক ব্যক্তি।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ঘরটির তালা ভেঙ্গে প্রবেশ করে ছয় মণ নকল মসলা ও ৬০ কেজি পলিথিন জব্দ করেন।

এ অভিযানে কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

এমসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!