এবার বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গার মৃত্যু টেকনাফে

কক্সবাজারের টেকনাফে এবার বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই রোহিঙ্গা। দিল আহমদ (২২) ও দোস্ত মোহাম্মদ (১৯) নামের এই দুই রোহিঙ্গার বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের বুড়া সিকদারপাড়া গ্রামে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ এর অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে—এমন সংবাদে অভিযানে যায় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাচারকারীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবিও। পরে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি দাবি করেছেন, এ ঘটনায় তিন বিজিবি সদস্যও আহত হয়েছেন।

টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!