দামপাড়ার সেই বাসার গৃহকর্মীর খোঁজে পুলিশ

বাবা-ছেলে কারোনাভাইরাস আক্রান্ত হওয়ায় চট্টগ্রামের দামপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতংক। এই আতংক আরও ঘনীভূত করেছে আক্রান্ত ব্যক্তির বাসার গৃহকর্মীর ওই এলাকায় ঘুরাঘুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বাসার গৃহকর্মীর ঘুরাফেরা নিয়ে চলছে সমালোচনা, উদ্বেগ। এরই মধ্যে ওই গৃহকর্মীর খোঁজে মাঠে নেমেছে পুলিশ।

করোনা আক্রান্ত রোগীদের গৃহকর্মীর বাইরে ঘুরাঘুরির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এডভোকেট জিন্নাত সোহানা। তিনি লিখেছেন, ‘চট্টগ্রামের দামপাড়ায় আক্রান্ত ব্যক্তির বাসার ‘বুয়া’ ঘুরে বেড়াচ্ছেন এলাকায়, দ্রুত সনাক্ত করে যথাযথ প্রদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।’

এ বিষয়ে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা দামপাড়ায় করোনা আক্রান্ত ব্যক্তির গৃহকর্মীর খোঁজ নিতে মাঠে নেমেছি। তাকে পাওয়া গেলে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।’

উল্লেখ, চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায় দামপাড়া এলাকায়। ওই ব্যক্তি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৫ এপ্রিল) তার ছেলের শরীরেও করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এই করোনা আক্রান্ত রোগীকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। ইতোমধ্যে তাদের নিকটাত্মীয়ের সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ ও নগরীর আগ্রাবাদের কয়েকটি বাড়ি এবং এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত ছেলের কর্মস্থল খুলশীর সুপারশপ দি বাস্কেট বন্ধ করে দেয়া হয়। এছাড়া আক্রান্ত বৃদ্ধের চিকিৎসা নেওয়া ন্যাশনাল হাসপাতালের ৩ জনকে স্টাফকে আইসোলেশনসহ মোট ২৩ জন হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!