এবার ডেঙ্গু আক্রান্ত হলেন চমেক চিকিৎসক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদয় শংকর সরকার নামে এক চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) সকালে তার ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। উদয় শংকর সরকার চমেক হাসপাতালের সার্জারি বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রার। এই প্রথম চট্টগ্রামের কোন চিকিৎসকের ডেঙ্গু শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ বলেন, গতকাল থেকে ডেঙ্গু রোগে কিছু লক্ষণ দেখা দিলে ডা. উদয় শংকর সরকার শনিবার সকালে মেডিকেলে পরীক্ষা করান। এতে তার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম এই প্রসঙ্গে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকালে সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালের কর্তৃপক্ষের বরাবরে ছুটির আবেদন করেন। ডা. উদয় শংকর সরকারকে ৭ দিনের ছুটি দেওয়া হয়েছে। চিকিৎসার স্বার্থে পরে ছুটির মেয়াদ বাড়ানো হবে বলে জানান তিনি।

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!