এবার জামিন পেলেন কাজী গ্রুপের পরিচালকসহ ৩ জন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও কাজী রাবেত হাসান প্রকাশ কাজী জিসান।

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী।

এর আগে সোমবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত আত্মসমর্পণ করে দীপ্ত টিভির এমডি, পরিচালকসহ ৪ জন।

ঢাকাভিত্তিক কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালত। দীপ্ত টিভি ও কাজী ফার্মস ছাড়াও এই গ্রুপের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!