এবার চট্টগ্রাম নগরেই একশ ছাড়াল দৈনিক শনাক্ত, বেড়েছে উপজেলায়ও

আগেরদিন চট্টগ্রামে নগর-উপজেলা মিলে একশ পার হয়েছিল করোনা শনাক্তের সংখ্যা। একদিনের ব্যবধানে শুধু নগরেই শনাক্ত ছাড়াল একশর ঘর। একই সাথে শনাক্তের সংখ্যা বেড়েছে উপজেলায়ও। ৫ দশমিক ৮৫ শতাংশ হারে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০১ জন নগরের এবং ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে, এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৭৬৪ জন। বাকি ২৮ হাজার ৪৩৯ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০৪ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১০১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৮ জনের মধ্যে সাতকানিয়ার একজন, বাঁশখালীতে একজন, আনোয়ারায় ৩, পটিয়ার ৪, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়া ২, হাটহাজারীতে ৪ ও সীতাকুণ্ড উপজেলার দুজন বাসিন্দা রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৯ জন, অ্যান্টিজেন টেস্টে ছয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৬ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!