এফসিএল কনটেইনার দ্রুত খালাস করতে চট্টগ্রাম চেম্বারকে বন্দরের তাগাদা

রমজান মাস উপলক্ষে আমদানিকারকদের আনা এফসিএল কনটেইনার দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে তাগাদা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কনটেইনার খালাসে সহযোগিতা চেয়ে সম্প্রতি চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বরবার পত্র দিয়েছেন বন্দরের সচিব মো. ওমর ফারুক।

ওই পত্রে বলা হয়েছে, বিভিন্ন জাহাজের মাধ্যমে আমদানিকারকদের অনুকূলে চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ এফসিএল কনটেইনার এসেছে সে অনুযায়ী এফসিএল কনটেইনার ডেলিভারি হচ্ছে না। ফলে চট্টগ্রাম বন্দরে এফসিএল কনটেইনারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্দরে প্রতিদিন ধারণ ক্ষমতার অধিক বা কাছাকাছি এফসিএল কনটেইনার রাখা থাকে। চট্টগ্রাম বন্দরে রমজান মাস উপলক্ষে ইতোমধ্যে ছোলা, খেজুর, সতেজ ফল,আদা, পেঁয়াজ, রসুন ইত্যাদি পণ্যবাহী কনটেইনার এসেছে এবং ডেলিভারির অপেক্ষায় রয়েছে।এরমধ্যে ছোলা ৮৭০ দশমিক ৫৪ টন, ফল ১৩ হাজার ৩০৫ দশমিক ৩০ টন, মসলা (আদা, পেঁয়াজ, রসুন) ১৩ হাজার ৪৪৯ দশমিক ২১ টন, চিনি দুই হাজার ৭৬৭ দশমিক ৩২ টন অর্থাৎ মোট ৩০ হাজার ৩৯২ দশমিক ৩৭ টন বা দুই হাজার ১৩৭ টিইইউএস পণ্যবাহী কনটেইনার চট্টগ্রাম বন্দওে ডেলিভারির অপেক্ষায় রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরে আসার অপেক্ষায় বেশ কিছু খাদ্যপণ্য বহনকারী কনটেইনার অন্যান্য বিদেশি বন্দরে অপেক্ষামান রয়েছে।

ওই পত্রে এ সকল ভোগ্যপণ্য দ্রুত বন্দর থেকে খালাস করে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিসিসিআই এর আওতাভুক্ত আমদানিকারকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য চেম্বার সভাপতি মাহবুবুল আলমকে অনুরোধ জানান বন্দর সচিব মো. ওমর ফারুক।

এ বিষয়ে মো. ওমর ফারুক বৃহস্পতিবার (১৬ মে) বিকালে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,‘এফসিএল কনটেইনার যেন ঠিকভাব ডেলিভারি নেয়। আমদানিকারকরা অনেক সময় তাদের কনটেইনার রেখে দেন। দ্রুত ডেলিভারি নিলে বন্দরের জায়গা খালি হয়, কনটেইনার হ্যান্ডলিং তাড়াতাড়ি হয়, সবাই সুযোগ পাবে বলে বন্দরের জট হবে না।এ সকল বিষয় বিবেচনায় রেখে চট্টগ্রাম চেম্বারকে পত্র দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পত্রের আলোকে কি উদ্যোগ নিয়েছেন জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,‘বন্দরে এখন আগের মতো জট হয় না। তবও আমরা এফসিএল কনটেইনার দ্রুত ডেলিভারি নেওয়ার বিষয়ে খুবই সচেতন। বন্দরের অনুরোধের বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!