এপ্রিলেই বন্ধ হচ্ছে ২৬ লাখ সিম

এপ্রিলেই বন্ধ হতে যাচ্ছে দেশের ৫ টি মোবাইল অপারেটরের সক্রিয় অবস্থায় থাকা ২৬ লাখ সিম। বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে একটি জাতীয় পরিচয় পত্রের বিপরীতে ১৫ টির বেশি সিম নিবন্ধন করার নিয়ম করে দিলেও তা না মানায় সিমগুলো বন্ধ করার এ নির্দেশনা জারি করেছেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)

বিটিআরসি জানিয়েছে আগামী ১ এপ্রিল থেকে নিয়ম না মানা সিমগুলোতে অপারেটরদের নোটিশ পাঠানোর নির্দেশনা। নির্দেশনা অনুুসরণ না করলে আগামি ২৬ এপ্রিল সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। বিটিআরসি সুত্রে জানা যায় গ্রাহকরা তাদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধন রয়েছে তা সহজেই জানতে পারবেন মোবাইলের মাধ্যমে। তবে *১৬০০১# ডায়াল করে নিজের জাতীয় পরিচয় পত্রের শেষ ৪ ডিজিট পুশ করেই জানা যাবে জাতীয় পরিচয় পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!