এদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছিল বঙ্গবন্ধুর পরিবার: হেলাল আকবর চৌধুরী বাবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ জামাল স্মরণে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর পাঠানটুলি ওয়ার্ড শেখ জামাল স্মৃতি সংসদ।

সংগঠনের সভাপতি ও ডাবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদিনের সভাপতিত্বে শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, মোমিন উল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রাশেদুল আজিম রাসেল, স্বেচ্ছাসেক লীগ নেতা মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, শরীফুল ইসলাম মাহী প্রমুখ।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর পরিবার শুধু দেশটাকে গড়ে তুলেনি ক্রীড়াঙ্গনও সাজিয়ে ছিলেন। এদেশের ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু দুই পুত্র শেখ কামাল, শেখ জামালের অনন্য ভূমিকা অনস্বীকার্য।’

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. রাজু, মো. নাসির, স্বেছাচাসেবক লীগ নেতা মোর্শেদ আলম, ছাত্রলীগ নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সাইমুন, ইমরান হোসেন সাজেন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!