এক সপ্তাহ পর গ্যাস সংযোগ পেলো জেনারেল হাসপাতাল

৫১ মাসের বিল বকেয়া থাকায় কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জেনারেল হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিলে প্রায় ২শ রোগীর খাওয়াদাওয়া নিয়ে এক সপ্তাহ বেকায়দায় থাকার পর পুনরায় গ্যাস সংযোগ দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ আংশিক বকেয়া বিল পরিশোধের পর পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হয়।

জানা যায়, ৫১ মাসের কর্ণফুলী গ্যাসের বিল বকেয়া ছিল। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের দাবি বারবার জানানো হলে তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) দায়সারাভাবে এড়িয়ে যাওয়ার কারণে ১৭ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের অভিযোগ সরকারি নিয়ম-নীতির কবলে পড়ে বকেয়া বিল পরিশোধ করতে দেরি হচ্ছে। তাও মানতে নারাজ কর্ণফুলী গ্যাস স্টেশন কর্তৃপক্ষ তারই পরিপ্রেক্ষিতে গত ৭ দিন ধরে জেনারেল হাসপাতালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিল।

এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ সাথে কথা বললে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি জানান, ‘রোগীদের খাওয়া-দাওয়ার বিষয়টি বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করেছে। বাকি টাকা আগামী মার্চের মধ্যে পরিশোধের কথা জানিয়েছে।

জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২ লাখ ৮৬ হাজার টাকা আমর পরিশোধ করেছি। বাকিটা কয়েক মাসের সময় নিয়েছি। সরকার থেকে বরাদ্দ পেলে বাকি টাকাও পরিশোধ করে দেবো। সেজন্য আজকে আবার পুনরায় গ্যাস সংযোগ দিয়েছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।’

প্রসঙ্গত, ৫১ মাসে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত (১৭ ফেব্রুয়ারি) হঠাৎ করে গ্যাসলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্ণফুলী গ্যাস স্টেশন কর্তৃপক্ষ। যার ফলে হাসপাতালে রোগীদের খাবার দিতে হিমশিম খাচ্ছিলেন। পরে গত ২০ ফেব্রুয়ারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কেজিডিসিএল কর্তৃপক্ষের কাছে ২৩ তারিখের স্বাক্ষরযুক্ত অগ্রিম চেক পাঠালে গ্যাস কর্তৃপক্ষ অগ্রিম চেক গ্রহণ করেনি।

আরএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!