এক রেহানার হাতেই ২৫৩ সেট

প্রথমে ধাক্কা পরে মোবাইল নিয়ে চম্পট

২৫৩টি চোরাই মোবাইল সেটসহ আটক হয়েছেন রেহানা বেগম (৪৫)। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে র্যা বের হাতে আটক হন রেহানা বেগম। আটককৃত রেহানা পটিয়ার জংশন পাড়া এলাকার মৃত তনু মিয়ার মেয়ে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ কোতোয়ালী থানা পুলিশ তাকে ১৪৭টি মোবাইল সেটসহ আটক করেছিল।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন র্যা বের গণসংযোগ শাখার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছিনতাইকারীরা অবস্থান নেয়। গণপরিবহন থামিয়ে যেখান থেকে যাত্রী তোলা হয় (রেল স্টেশন, বাস স্টপেজ) সেখানে তারা ওৎ পেতে থাকে। প্রত্যেক দলে থাকে ৩-৪জন সদস্য থাকে। প্রথমে টার্গেট করা ব্যক্তিকে ধাক্কা দিয়ে বা অন্য কোনো উপায়ে বিব্রত করে অথবা কথা বলে ঝগড়া করে। সেই ফাঁকে পকেট থেকে মোবাইল নিয়ে নেয়। কোন মহিলাকে একা পেলে তার আশপাশে ভিড় তৈরি করে ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। আবার চলন্ত বাসে জানালার পাশে কেউ মোবাইল ফোনে কথা বলছে দেখলেই ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌঁড় দেয়। মাত্র ৩০ সেকেন্ড সময় নেয় পুরো কাজটা শেষ করতে। তাদের পৃষ্ঠপোষকতা করে চট্টগ্রাম রেল স্টেশনের ফুটপাতে থাকা চোরাই মোবাইল বিক্রেতারা।’

তিনি আরও বলেন, ‘আমাদের গোয়েন্দা নজরদারিতে বিষয়টি উঠে আসে এবং আমরা এরই ভিত্তিতে বিশেষ অভিযান শুরু করি। অভিযানের বিষয়টি টের পেয়ে রেহানা বেগম দৌঁড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। তাকে জিজ্ঞাসাদের এক পর্যায়ে তিনি চোরাই ২৫৩টি মোবাইল সেট ও ৫টি চোরাই বাইসাইকেলের কথা স্বীকার করেন।’

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে রেহানাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!