এক বিষেই শেষ ১৫ লাখ টাকার মাছ, পুকুর নিয়ে ছিল বিরোধ

চট্টগ্রামের পটিয়ায় কেলিশহর এলাকার চারাবটতলের একটি দিঘিতে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসেম নামের এক মাছচাষী থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার কেলিশহর ইউনিয়নের চারাবটতলের উত্তর পাশের ভট্টাচার্য দিঘিতে এ ঘটনা ঘটেছে।

বিষ প্রয়োগের কারণে পুকুরে থাকা কাতাল, রুই, নাইলোটিকা, কার্প, মৃগেল, গ্লাসকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের চারাবটতল এলাকার ভট্টচার্য্য দিঘীর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই দিঘিতে কিছুদিন ধরে মাছ চাষ করছেন পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হাশেম। গত দুই দিন ধরে দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। মরা মাছের দুর্গন্ধ বর্তমানে এলাকায় ছড়িয়ে পড়ছে।

মাছচাষী মোহাম্মদ হাসেম জানান, কিছুদিন ধরে পুকুরটি নিয়ে বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোরশেদ জানান, দুই পক্ষের বিরোধ থাকার বিষয়টি খতিয়ে দেখে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!