একুশে ফেব্রুয়ারিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ‘ভাষার ফেরিওয়ালা’

একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভাষার ফেরিওয়ালা’। নাটকটি রচনা করেছেন এন নাহার এবং পরিচালনা করেছেন কবীর বাবু।

দীর্ঘ বিদেশ যাপনের পর একদিন প্রাণের টানে দেশে ফিরে আসেন মারুফ আহমেদ। একটা যুদ্ধের মাধ্যমে ঝলসানো এদেশের মস্তিষ্ক তখন নতুন অবয়ব, নতুন স্বাদ-বর্ণ-গন্ধে জড়ানো। বাঙালির এক সময়ের উর্বর মেধা-মনন যুদ্ধের এতটা বছর পর নিঃস্ব। কিন্তু কিছু একটা করার নৈতিক তাড়নায় শুরু করেন লেখালেখি। তার লেখা উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ ও গবেষণায় নীরবে ক্লান্তিহীনভাবে লিখে চলেন মাতৃভাষা বাংলার এগিয়ে যাওয়ার গল্প। সেই গল্পই তুলে ধরা হয়েছে ‘ভাষার ফেরিওয়ালা’ নাটকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবছর নাটকে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, এস এ রহিম, সরোজ আহমেদ, কুদ্দুস মাখন, ইয়াকুব রাসেল, তানভির আহমেদ, মহাশ্বেতা দাশ, শারমিন আহমেদ প্রমুখ।

ভাষার ফেরিওয়ালা নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদ বুলেটিনের পর।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!