‘একুশে আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়া জড়িত ছিলেন’

একুশে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরাসরি জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ১৫ বছর পুর্তি উপলক্ষে বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আয়োজিত ‘বিশ্ব বিবেক ঘৃণা জানাও’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র নাছির বলেন, ‘আদালতের রায়ে আজ স্পষ্ট এ ঘটনার সাথে তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের প্রধান খালেদা জিয়াসহ তার সরকার প্রত্যক্ষভাবে জড়িত ছিল। ইতোমধ্যে তার গুণধর দুর্নীতিবাজ পুত্র তারেক রহমানের সাজাও হয়েছে। সাজায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। অথচ তিনি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আজ জাগ্রত হয়ে এমন ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে বিশ্ব বিবেকে ঘৃণা জানাতে হবে।’

সেদিন জামায়াত-বিএনপি চক্র বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল দাবি করে মেয়র বলেন, দূর্বিসহ সেই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়েছিলেন, প্রায় দু’শ জন আহত হয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে সেদিন আমাদের নেতা কর্মীরা মানবঢাল তৈরি করে নেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার মোজাফফর আহমেদ, অধ্যাপক ইদ্রিস আলী, চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!