একনলা বন্দুকসহ যুবক আটক বহদ্দারহাটে

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম বিপ্লব উদ্দিন (৩৬)। তিনি নোয়াখালীর হাতিয়া থানার চরবগুলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চান্দগাঁও থানার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাব সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে বিপ্লব উদ্দিন নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। তার কাছ থেকে একটি অবৈধ একনালা বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্র দিয়ে তিনি দীর্ঘদিন নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

এছাড়া মাদক বেচা-কেনা ও বহনের নিরাপত্তা নিশ্চিতের কাজেও অস্ত্র ব্যবহার করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান বিপ্লব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, রোববার বিশেষ অভিযান পরিচালনা করে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে বিপ্লব উদ্দিন নামের অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!