একদিনের ম্যাচে শ্রীলঙ্কার সাথে হার দিয়ে শুরু বাংলাদেশ ‘এ’ দলের

চারদিনের দুটি ম্যাচে দাপট দেখালেও একদিনের সিরিজে শুরুতেই পথ হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মুদ্রার অন্য পিঠ দেখতে হয়েছে সফরকারীদের। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে হেরেছে সফরকারীরা। বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে ৭ উইকেটে মোহাম্মদ মিঠুনের দলকে হারিয়েছে লঙ্কানরা।

এই ম্যাচে বোলারদের কিছুই করার ছিল না। কারণ শুরুতে হতাশ করেছেন ব্যাটসম্যানরা। দল ৩৩.৩ ওভারে অলআউট মাত্র ১১৬ রানে। জবাবে নেমে ২৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

টস জিতে শুরুতে ব্যাট করতে নামাটাই যেন ভুল ছিল বাংলাদেশের। মাত্র ২ রানে ফেরেন ওপেনার নাইম হাসান। তারপর দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্ত ও সাইফ হাসান গড়েন ৪৪ রানের জুটি। ২৪ রানে ফেরেন শান্ত। কিছুতেই সুযোগ কাজে লাগাতে পারছেন না তিনি। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ব্যাটে রান তুলতে পারছেন না শান্ত।

দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে সাইফের ব্যাটে। তারপরও মনে হচ্ছিল পুরো ওভার খেলতে পারলে হয়তো চ্যালেঞ্জিং পুঁজি পাবে দল। কিন্তু ১৪ রানে শেষ ৬ উইকেট হারালে আর কী কিছু বাকি থাকে? লঙ্কান অধিনায়ক আশান প্রিয়াঞ্জন ৪.৩ ওভারে ১০ রানে শিকার করেন ৪ উইকেট।

জবাবে নেমে শুরুতে উইকেট তুলে নিলেও কম পুঁজিতে লড়াই করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ উইকেটে প্রিয়ামল পেরেরা-প্রিয়াঞ্জন গড়েন ৬৯ রানের জুটি। দল পায় সহজ জয়। ৫০ রানে অপরাজিত প্রিয়াঞ্জন।

কলম্বোতেই সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটি হবে বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল: ৩৩.৩ ওভারে ১১৬/১০ (সাইফ ৩২, নাঈম ২, শান্ত ২৪, এনামুল ৫, মিঠুন ২১, আফিফ ১১, আরিফুল ৫, সানজামুল ৬*, আবু হায়দার ১, মেহেদী হাসান রানা ০, আবু জায়েদ ০; ফার্নান্দো ১/২০, করুনারত্নে ২/১৭, প্রিয়াঞ্জন ৪/১০, আমিলা ১/২৯, রমেশ মেন্ডিস ২/১৭)
শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৫.৫ ওভারে ১২০/৩ (নিসানকা ১, সান্দুন ১৬, কামিন্দু ২৩, প্রিয়াঞ্জন ৫০*, পেরেরা ২৪*; আবু হায়দার ১/১৪, আবু জায়েদ ১/১৯, রানা ১/২৪)
ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ৭ উইকেটে জয়ী

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!