একদিনেই ১২ করোনা রোগী চন্দনাইশে

চট্টগ্রামের চন্দনাইশে একদিনে ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন সরকারি কর্মচারী। বাকি ৫ জন বিভিন্ন এলাকার।

বুধবার (২৭ মে) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কার্যালয় এ তথ্য পাওয়া গেছে।

আক্রান্ত ১২ জনের মধ্যে ৪ জন চন্দনাইশ থানার পুলিশ। ১ জন সাব ইনসপেক্টর ও ৩ জন কনস্টেবল। তারা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। অন্য সরকারি কর্মচারীরা হলেন- এলজিআরডি অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা শিমুল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, চন্দনাইশের স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মাইনুদ্দীন।

এছাড়া অন্যান্য এলাকার মধ্যে রয়েছে- চর বরমার মনজুর, বৈলতলীর মাতব্বর বাড়ির ফরহাদ, চন্দনাইশ হাজির পাড়ার হামিদ, চন্দনাইশ (সদরের ব্যবসায়ী) পশ্চিম এলাহাবাদের নজরুল ও চন্দনাইশ সদরের চৌধুরী বাড়ির ব্যবসায়ী আবদুল আজিজ।

উল্লেখ্য, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী লিটু, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ আগের থেকেই আক্রান্ত অবস্থায় আইসোলেশনে আাছেন। এ নিয়ে হাসপাতালের মোট ৭ জন স্টাফ করোনা মহামারীতে আক্রান্ত হলেন।

এদিকে, স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাফেরা, ঈদ উপলক্ষে বাড়িতে অধিক লোকজনের আসা-যাওয়ার কারণে ব্যাপকহারে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী লিটু।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!