একদিনেই করোনা শনাক্ত ৭৮৬ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই সংখ্যায় ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৮৬ জন। এ নিয়ে দেশে মোট সংক্রমিত হয়েছেন মোট ১০ হাজার ৯২৯ জন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের রয়েছে ২২ জন। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৩ জনে। করোনায় মৃত ব্যক্তি পুরুষ এবং তিনি ঢাকার বাসিন্দা। তার বয়স ছিল ৩১ বছর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশের ৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৮২টি। নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৭১১টি এবং শনাক্ত হয়েছে ৭৮৬ জন। যা এ পর্যন্ত একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!