এওচিয়ার চেয়ারম্যানের দুই ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

চলছিল ছাড়পত্র নবায়ন ছাড়া

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাড়পত্র নবায়ন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

জানা গেছে, উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় কেবিএম ব্রিকস-১ এবং কেবিএম ব্রিকস ২ নামে দুটি ইটভাটা পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের একটি দল পরিদর্শনে গিয়ে ছাড়পত্র ছাড়া ইটভাটার কার্যক্রম পরিচালনার সত্যতা পায়। পরে ইউপি চেয়ারম্যানকে আঞ্চলিক কার্যালয়ে তলব করেন পরিবেশ অধিদপ্তর। শুনানিতে অপরাধ প্রমাণিত হলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারা অনুযায়ী ছাড়পত্র নবায়ন ছাড়া এবং ড্রাম চিমনির কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতি করায় তাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এওচিয়ার চেয়ারম্যানের দুই ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা 1

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘ছাড়পত্র নবায়ন ছাড়া এবং নিষিদ্ধ ড্রাম চিমনির সাহায্যে ইটভাটা পরিচালনা করায় সাতকানিয়ার দুটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর থেকে আমাকে নোটিশ দিয়েছিল। নোটিশের প্রেক্ষিতে আমি যাবতীয় তথ্য উপস্থাপন করেছিলাম। এর পরেও আমাকে জরিমানা করা হল। আমি এটার বিরুদ্ধে আপিল করব।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!