এই প্রথম বিচারক মারা গেলেন করোনায়

দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কোনো বিচারক। মৃত্যুবরণ করা এই বিচারক লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. ফেরদৌস আহমেদ (৫৫)।

বুধবার (২৪ জুন) রাত আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই জেলা জজ মারা যান।

চট্টগ্রাম বন্দরের আইন কর্মকর্তা মুনতাসির আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার সঙ্গে জজ ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদের কথা হয়েছে। লে. কর্নেল সাজ্জাদ তার শ্বশুরের মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন।’

জানা গেছে, বিচারক ফেরদৌস আহমেদ ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন। ৪ জুন আদালতে বিচারকাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। এরপর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় করোনাভাইরাস পরীক্ষা করান। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

পরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তাকে ‘এবি পজিটিভ’ রক্তের প্লাজমাও দেওয়া হয়েছিল। সব চেষ্টা বিফল করে দিয়ে বুধবার (২৪ জুন) রাত আটটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!