এই ঈদে মিলতে পারে টানা নয় দিনের ছুটি

এই রমজানের ঈদে ছুটি মিলতে পারে টানা নয় দিন। ২০১৯ সালের সরকারি ছুটির তালিকায় ২৯ দিনে রমজান মাস শেষ ধরে নেওয়া হয়েছে। ওই হিসেবে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা আছে ৪ থেকে ৬ জুন। রমজান মাস যদি ৩০ দিনে শেষ হয়, সেক্ষেত্রে ৭ জুনও থাকবে ঈদের ছুটি।

৫ জুন যদি ঈদ পড়ে, তাহলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে যোগ হবে দুই দিনের সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ৪ জুন থেকে ৮ জুন ছুটি মিলবে টানা পাঁচ দিন।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন পড়েছে শবে কদরের ছুটি। অফিস খোলা থাকবে কেবল এর পরদিন, ৩ জুন। যদি প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হলেই টানা নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

যেভাবে মিলতে পারে টানা ৯ দিনের ঈদের ছুটি

তারিখ দিন ছুটির ধরন
৩১ মে শুক্রবার সাপ্তাহিক ছুটি
১ জুন শনিবার সাপ্তাহিক ছুটি
২ জুন রোববার শবে কদরের ছুটি
৩ জুন সোমবার
৪ জুন মঙ্গলবার ঈদের ছুটি শুরু
৫ জুন বুধবার ঈদের ছুটি
৬ জুন বৃহস্পতিবার ঈদের ছুটি
৭ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি
৮ জুন শনিবার সাপ্তাহিক ছুটি

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ প্রয়োগের ঘটনার ২০১৬ সালে আরও একবার ঘটেছিল। ওই বছর রমজানের ঈদের সময় প্রধানমন্ত্রী একদিন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ৩ জুনের ছুটির বিষয়ে ভাবছেন বলে জানা গেছে। ৩ জুন ছুটি ঘোষণার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর চিন্তাভাবনা করছে বলে জানান একজন কর্মকর্তা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!