এইচএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদন বেশি ইংরেজিতে

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় ৫৪ হাজার ২৭৫ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। এবার আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৬৭৬। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। ১৭ জুলাই প্রকাশিত ফলাফলে যারা অকৃতকার্য হয়েছে অথবা আশা অনুযায়ী ফলাফল পায়নি তারাই শিক্ষাবোর্ডের নির্ধারিত সময়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

শিক্ষার্বোড থেকে জানা যায়, ১৬ হাজার ৬৭৬ পরীক্ষার্থী এইচএসসির ৫৪ হাজার ২৭৫ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। যার মধ্যে বাংলা প্রথম পত্র ৩ হাজার ৪৮৭, বাংলা দ্বিতীয় পত্রে ৩ হাজার ১০০, ইংরেজি প্রথম পত্রে ৭ হাজার ১৬৬, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫ হাজার ৮৪৯, আইসিটিতে ৪ হাজার ৩১৪, পদার্থ প্রথম পত্রে ৩ হাজার ৩১০, পদার্থ দ্বিতীয় পত্রে ২ হাজার ৮৪০, রসায়ন প্রথম পত্রে ২ হাজার ৯১৪, রসায়ন ২য় পত্রে ২ হাজার ৫৩২, জীব বিজ্ঞান ১ম পত্রে ২ হাজার ৬১৫, জীব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ২ হাজার ২০৭, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ১ হাজার ২০৭, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ৮৭২, গণিত প্রথম পত্রে ১ হাজার ৮০১টি এবং গণিত দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৩০ আবেদন জমা পড়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নাম্বার যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হবে। ১০ আগস্ট পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!