এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ বুধবার

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার (৮ ফেব্রুয়ারি)।

ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bisc-ctg.gov.bd) গিয়ে ফল দেখা যাবে।

একইসঙ্গে প্রতিষ্ঠানের প্রধানরা এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) ব্যবহার করে ফলাফল সংগ্রহ করতে পারবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করছেন।

শিক্ষাবোর্ড জানিয়েছে, ফলাফল প্রকাশের পর ৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্র পুঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। ১৫ ফেব্রুয়ারির পর্যন্ত পুঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

গত বছর এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!