উড়ন্ত প্যারাসেইলিং থেকে সাগরে ছিটকে পড়ে পর্যটক আহত

কক্সবাজার সমুদ্র সৈকতে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে সাগরে পড়ে এক পর্যটক আহত হয়েছেন। পরে আহত পর্যটককে উদ্ধার করেন প্যারাসেইলিং প্রতিষ্ঠানের কর্মচারীরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে দরিয়ানগরস্থ কাঁকড়া পয়েন্টে এই ঘটনা ঘটে। এর আগেও ১৬ সেপ্টেম্বর প্যারাসেইলিং করার সময় এক নারী পর্যটক ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে দরিয়ানগরস্থ কাঁকড়া পয়েন্টে জনৈক শিমুলের মালিকানাধীন স্যাটেলাইট ভিশন প্যারাসেইলিং এন্ড স্পোর্টসে যান কয়েকজন পর্যটক। ওই সময় এক পর্যটক তরুণী প্যারাসেইলিং করতে উঠেন। উঠার কিছুক্ষণ পরেই ছিটকে সাগরে পড়ে যান তিনি। এতে তিনি বেশ আহত হন এবং সাগরের লবণাক্ত পানি তার মুখে ঢুকে পড়ে।

সাথে সাথে কর্মচারীরা তাকে সরিয়ে নেন। তবে আহত পর্যটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। কর্মচারীদের অদক্ষতার কারণে সৈকতে ছিটকে পড়েন ওই পর্যটক এমন অভিযোগ উপস্থিত লোকজনের।

স্যাটেলাইট ভিশন প্যারাসেইলিং এন্ড স্পোর্টস এর ম্যানেজার নুর মোহাম্মদ জানান, দুর্ঘটনার শিকার তরুণী তেমন আহত হননি। তবে পানিতে পড়েছেন।

তার পরিচয় জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার শিকার তরুণীর পিতা নৌবাহিনীর কর্মকর্তা। তার আনুমানিক বয়স ১৬ বছর।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!