‘উষ্ণতার দেয়াল’ নিয়ে শীতার্তদের পাশে সিএমপির উত্তর বিভাগ

শীতার্তদের সহযোগিতায় উষ্ণতার দেয়াল নামে একটি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ।

সিএমপি উত্তর বিভাগের উপ-কমিশনার বিজয় বসাকের উদ্যোগে উষ্ণতার দেয়াল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘যাত্রী ছাউনি’ ও ‘প্রিয় চট্টগ্রাম’।

বিজয় বসাক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের অফিসে রাস্তার পাশে আমরা উষ্ণতার দেয়াল নামে কার্যক্রমটি শুরু করেছি। এ দেয়ালে মানুষ তাদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য শীতবস্ত্র রেখে যাবেন। আর যাদের সেসব প্রয়োজন তারা তা সেখান থেকে নিয়ে যাবেন। এতে করে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’

এই কার্যক্রমের সঙ্গে যোগদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যাত্রী ছাউনি’ এবং ‘প্রিয় চট্টগ্রাম’ নামে দুটি সামাজিক সংগঠন। তারাও উষ্ণতার দেয়ালে কিছু পুরানো শীতবস্ত্র জমা দিয়েছে আমরাও কিছু দিয়েছি।

তিনি আরও বলেন, ‘এই কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!