উদ্বোধন হচ্ছে কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ

উদ্বোধন হচ্ছে কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ 1ইফতেখার শাহজীদ রোকন, কুতুবদিয়া : দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ প্রকল্প। ১০ ফেব্র“য়ারী (শুক্রবার) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি আনুষ্টানিকভাবে এ প্রকল্পটি উদ্বোধন করবেন। হেলিকপ্টারযোগে তিনি সকাল ১১টায় কুতুবদিয়ার বড়ঘোপবাজার হেলিপ্যাডে অবতরন করার কথা রয়েছে এসময় সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিনী মিসেস সীমা হামিদ, বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা এবং ফটোগ্রাফার সুগত ভট্টাচার্য।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে প্রকাশ, ২০০৬-০৭ অর্থবছরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নস্থ তাবালেরচর গ্রামের বেড়িবাঁধের পাশে বিস্তৃর্ণ এলাকায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ২০ টারবাইন (বায়ুকল) বিশিষ্ট ১০০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের সর্ববৃহৎ এ প্রকল্প স্থাপন করা হয়। প্রকল্পটি আলোর মুখ দেখার আগেই সমূদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ উৎপাদন প্রায় বন্ধ ছিল। প্রায় কয়েক বছর বন্ধ থাকার পরে ২০১৫ সালে বিদ্যুৎ কেন্দ্র এলাকার ভাঙ্গা বেড়িবাঁধ সংস্কারের করে প্রকল্পটি আবার সচল করা হয় এবং দৈনিক কয়েক ঘন্টা স্থানীয় গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সেবা প্রদান করে। এরপর ২০১৬ সালে প্রকল্পটির পূর্ব পার্শ্বে ২৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয় ২০ টারবাইনের আরেকটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র।

উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটি গ্রাহকদের মাঝে সঠিকভাবে বিদ্যুৎ সেবা প্রদান করবে এমনই প্রত্যাশা দ্বীপবাসীর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!