উদ্ধার হয়নি কর্ণফুলীতে ডুবে যাওয়া বলগেট

কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) ডলফিন অয়েল জেটির কাছে ডুবে যাওয়া বলগেটটি একদিন পরও উদ্ধার করা যায়নি। বালু ও পাথর টানার কাজে নিয়োজিত এই বলগেটটি মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ডুবে যায়। এ ঘটনায় ৬ নাবিককে উদ্ধার করা হয়েছে।

তবে এই ঘটনায় চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, ‘ফারজানা ফারহান আজমির-৫’ নামের বলগেটটি ইঞ্জিন ফল করে দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানাতে পারেনি চবক। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় এই রিপোর্ট লিখা পর্যন্ত বলগেটটি উদ্ধার করা সম্ভব হয়নি। কাল বৃহস্পতিবার সকালে দিতে এটিকে তীরে নিয়ে আসতে পারবে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করছেন।

চবকের হারবার মাস্টার জহুরুল ইসলাম বলেন, ‘কর্ণফুলীর মধ্য অংশে বালি টানার কাজে নিয়োজিত বেসরকারি কোম্পনির একটি বাল্কহেড ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণ জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।’

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!