উত্তর কাট্টলীতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন।

সোমবার (১০ আগস্ট) সকালে উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন সিএমপি পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুর রহমান।

এসময় তিনি বলেন, প্রকৃতির রোষানলে দিশেহারা গোটা বিশ্ব। একদিকে মহামারী করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। এ জন্য অনেকটা আমরা মানুষরাই দায়ী। নির্বিচারে বৃক্ষ নিধন, পাহাড় কাটাসহ নানাভাবে পরিবেশ দূষণ চলছে। ফলে নানা দূর্যোগ দেখা দিচ্ছে। তাই পরিবেশ দূষণের একমাত্র রক্ষাকবচ গাছের বিস্তার ঘটাতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে সারাবছর বৃক্ষরোপন কর্মসূচি পালন করতে হবে।
উত্তর কাট্টলীতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি 1
ওসি মো. মাইনুর রহমান আরও বলেন, এলাকার গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের অগ্রযাত্রা খুব বেশিদিন না হলেও এই সংগঠন প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আমি তাদের প্রতিটি ভালো কাজে আছি এবং থাকবো।

বৃক্ষরোপন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আল-আমীন হাসপাতালের পরিচালক মেসবাহউদ্দিন তুহিন। এসময় সংগঠক মো. সামির আকাশ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!