ভিডিও/ উচ্ছেদে গিয়ে মার খেলেন পতেঙ্গার কাউন্সিলর

চট্টগ্রামের পতেঙ্গা থানার ৪০ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হলেন স্থানীয় কাউন্সিলর জয়নাল আবেদীন। দখলদারদের হামলা থেকে রেহাই পাননি ছিদ্দিকুর রহমান ও মো. সোলায়মান। ভাঙচুর করা হয়েছে উচ্ছেদ কাজে ব্যবহৃত এস্কেভেটরও।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উত্তর পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়ার খালপাড় রোড এলাকার বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার স্থানীয় কাউন্সিলর জয়নাল আবেদীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘স্থানীয় কিছু ভূমিদস্যু অর্থের বিনিময়ে বহিরাগতদের সহযোগিতা করে অবৈধভাবে চসিকের নালা ও সড়ক দখল করে শতাধিক বসতি ও দোকানপাট গড়ে তুলেছে। ফলে সড়কটি সংকুচিত হয়ে দুর্ঘটনা ও দীর্ঘ যানজটের পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত এক মাস আগে বার্মা কলোনিতে চসিকের ভূমি ছেড়ে দিতে মৌখিকভাবে বলা হয়। এক সপ্তাহ আগে উকিল নোটিশও দেওয়া হয়। একমাসের ভেতর সকলের কাছ থেকে টাকা উত্তোলন করে স্থানীয় ভূমিদস্যুরা উচ্ছেদ ঠেকাতে বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় উচ্ছেদ প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করে। বৃহস্পতিবার উচ্ছেদে গেলে সেই মানববন্ধন থেকে অবৈধ বসবাসকারীরা আমাদের ওপর ইট-পাথর নিক্ষেপ করে এবং উচ্ছেদের জন্য নেওয়া এস্কেভেটর ভাঙচুর করে। ঘটনার ইন্ধনদাতা হিসাবে আব্দুল লতিফ রানা, নুর মোহাম্মদের ভাই ফোরকান, মুন্নিসহ হামলাকারীদের বিরুদ্ধে ইপিজেড ও পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে।’

সংরিক্ষত নারী কাউন্সিলর শাহানুর বেগম জানান, ‘হামলাকারীদের বাধার মুখে আপাতত আমাদের উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। দুয়েকদিনের মধ্যে আবার অভিযান চালানো হবে।’

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘উচ্ছেদের ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের সহযোগিতা চাওয়া হলে অবশ্যই সাহায্য করা হবে। তবে এখনও পর্যন্ত চসিকের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।’

এসকেএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!