উচ্ছেদের পর সড়কের পাশে ফের দোকান, ৫ জনকে জরিমানা

একদিন আগেই হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় যানজটন ও জনদুর্ভোগ কমাতে অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাত দখলমুক্ত করেছিল উপজেলা প্রশাসন। একদিন না যেতেই দোকানিরা আগের মতোই আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে।

এমন একটি চা দোকানের সামনে ফুটপাত দখল করে পরোটা ভাজা দেখে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় তিনি উচ্ছেদের পর আবারও ফুটপাত দখলের দায়ে পাঁচ দোকানিকে ৯ হাজার টাকা করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, একদিন আগে প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। এর একদিন না যেতেই দোকানিরা আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। অভিযানে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে চার দোকানিকে আট হাজার টাকা ও এক দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!