উচ্চারকের ‌‌শরতের শুভ্র সুন্দর অনুভূতিগুলো

উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে গান, কবিতা ও কথামালা নিয়ে অনুষ্ঠান ‘শরতের শুভ্র সুন্দর অনুভূতিগুলো’ মঙ্গলবার (২২ অক্টোবর) দামপাড়াস্থ উচ্চারকের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়। উচ্চারকের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে ও এ্যনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মো. মোস্তফা কামাল, রিনি পালিত ও মো. নুরনবী। কথামালায় ছিলেন কবি ও সাংবাদিক সঞ্জয় দাশ, কবি স্বপন মজুমদার ও টেলিযোগাযোগ প্রকৌশলী নজরুল ইসলাম।

আমন্ত্রিত আবৃত্তি শিল্পী ছিলেন বোধন আবৃত্তি পরিষদের তহুরা পিংকি, চবি আবৃত্তি মঞ্চের আসমা-উল-মাওয়া আফরিন, একুশ আবৃত্তি চর্চা কেন্দ্রের জয়চন্দ্র বিশ্বাস, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরোয়ার আলম, তারুণ্যের উচ্ছ্বাসের খাদিজা বেগম এবং স্বপ্নযাত্রীর মো. নাজিম উদ্দিন।

উচ্চারক সদস্যদের পরিবেশনায় আবৃত্তি পরিবেশন করেন দিপাদাশ মিতু, সাঈদ ফারহানা রুম্পা, রোকসানা আফরিন সিলভিয়া, শামসুল আরেফিন ও মন্দিরা বিশ্বাস। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন পুনম দত্ত ও জামশেদ হোসাইন।

এসবি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!