উখিয়ায় ৫ স’মিল জব্দ, ৩ লাখ টাকার কাঠ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রত্মাপালং ইউনিয়নের ঝাউতলা এলাকায় স’মিলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি স’মিল জব্দ ও ৩ লক্ষাধিক টাকার সেগুন-জামসহ বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান ও দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী বনসংরক্ষক কাজী তারিকুর রহমান। তিনি বলেন, ‘অবৈধ স’মিল মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!