উখিয়ায় ২ রোহিঙ্গা নারীসহ পাচারকারী গ্রেপ্তার

নারী পাচার কালে কক্সবাজারের উখিয়া থেকে দুই রোহিঙ্গা নারীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভের সোনার পাড়া চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক নিজেকে ‘কক্সবাজার বাণী’র সাংবাদিক পরিচয় দেন বলে জানিয়েছেন পুলিশ।

গ্রেপ্তার বাংলাদেশী যুবকের নাম হায়দার নেজাম । তিনি কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার ইমাম হোছেনের ছেলে। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা নারীরা হলো উনছিপ্রাং ক্যাম্পের মাহমুদের মেয়ে হাসিনা (২০) ও কুতুপালং ক্যাম্পের ছৈয়দ আলমের মেয়ে সায়মা (২০)।

পরে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেটের আদালতে তাদের হাজির করা হলে শুনানী শেষে প্রত্যেককে ২১(২) ধারা মতে ১ মাস করে সাজা দেওয়া হয়।

নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, জন্ম নিবন্ধন জালিয়াতি ও রোহিঙ্গা নারী পাচারের চেষ্টা করায় প্রত্যেককে সাজা দেয়া হয়েছে।

একই দিন পিতার অবাধ্য হওয়া দক্ষিণ ফলিয়া পাড়ার নুরুল আলমের ছেলে হাসান (২০) কে ১ মাসের দন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এস বি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!