২৪ দেশের সেনা কর্মকর্তারা দেখতে গেলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেছেন ২৪ দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৪ দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ আয়োজনে চার দিনব্যাপী ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস) কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার হোটেল সী-পার্লে বিভিন্ন দেশের বাহিনীপ্রধানদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য হলো ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে সামরিক কূটনীতি’। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ সেমিনার।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিনসহ অংশগ্রহণকারী দেশগুলোর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল উদ্দেশ্য, পারস্পারিক বোঝাপড়া, সংলাপ ও বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বাড়ানো।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু-ওয়াটার গার্ডেনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!