উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় মাঝি নিহত

কক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। এ সময় আরেক হেড মাঝি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় থাইংখালী ক্যাম্প-১৩ এবং ১৯ এলাকায় এ হামলা চালানো হয়।

নিহতের নাম মো. ইউনুস (৩৮)। তিনি ক্যাম্প-১৩-এর মৌলভী সৈয়দ কাসিমের ছেলে। নিহত ইউনুস ওই ক্যাম্পের এফ/২ ব্লকের সাব মাঝি ছিলেন। আহত ব্যক্তি হলেন ক্যাম্প-১৩-এর এফ ব্লকের হেড মাঝি আনোয়ার (৩৮)। তিনি ওই ক্যাম্পের মৃত নুর মোহাম্মদের ছেলে। জখম অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ থেকে ২০ জনের একটি দুর্বৃত্তের দল এ হামলা চালিয়েছে। হেড মাঝি আনোয়ারের ওপর ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে হামলা চালানো হয়। মৌলভী মো. ইউনুসকে ক্যাম্প-১৯-এর ব্লক-এ/১৮-এর একটি দোকানের সামনে হত্যা করা হয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!