উখিয়ায় বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে ১০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কক্সবাজারের উখিয়ায় ‘বাংলাদেশ বৌদ্ধ সমিতি’ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, জেএসসি, পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস প্রাপ্ত ও ১০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেল তিনটায় কোটবাজারস্থ পশ্চিম রত্মা শাসনতীর্থ সুদর্শন বিহার হলরুমে বাংলাদেশ বৌদ্ধ সমিতি উখিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক অমূল্য চরণ বড়ুয়ার সভাপতিত্বে কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া। অনুষ্ঠানের আর্শীবাদক ছিলেন শ্রীমৎ শাসনপ্রিয় থের। উদ্বোধক বৌদ্ধ সমিতি যুব, কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়ুয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতি উখিয়া শাখার সাধারণ সম্পাদক মিলন বড়ুয়া।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি উখিয়া শাখার যুগ্ম সম্পাদক দিনেশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক কিরণ বড়ুয়া, বৌদ্ধ সমিতি (যুব) উখিয়া শাখার সভাপতি শংকর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি (মহিলা) উখিয়া শাখার সভাপতি মৌসুমী বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপ্না বড়ুয়া, সদস্য সাধনা বড়ুয়া, মিতু বড়ুয়া, মিতা বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বৌদ্ধ সমিতি যুব উখিয়া শাখার সাধারণ সম্পাদক মধু বড়ুয়া।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!