উখিয়ায় বন্যার পানিতে দুইজন নিখোঁজ

উখিয়ায় বন্যার পানিতে দুইজন নিখোঁজ 1কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়েছে দুইজন। তারা এখনও নিখোঁজ রয়েছে। বুধবার সন্ধ্যা ও রাতে তারা বন্যার পানিতে ভেসে যায়।

নিখোঁজ দুইজন হলো উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি গ্রামের জাফর আলমের মেয়ে ছমিরা আকতার (১৪) ও রতœাপালং ইউনিয়নের মধ্যম রত্মাপালং গ্রামের মৃত অমূল্য বড়ুয়ার ছেলে ইতুন বড়ুয়া (১৩)।

উখিয়ার জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, বুধবার ভারি বর্ষণে আকস্মিক বন্যায় ঢলের পানি বৃদ্ধি পায়। এতে অনেকে পানিবন্দি হয়ে পড়ে। এ অবস্থায় ঢলের পানি থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় উপজেলার উত্তর সোনাইছড়ি গ্রামের জাফর আলমের মেয়ে ছমিরা আকতার ভেসে যায়। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

উখিয়ার হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম জানান, চৌধুরীপাড়া গ্রামে বন্যার পানিতে বাড়িঘর ডুবে থাকা নিজ খালাকে দেখতে গিয়ে পানিতে ভেসে যায় রত্মাপালং ইউনিয়নের অমূল্য বড়–য়ার ছেলে ইতুন বড়–য়া। তাকে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করলেও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গ, গত বুধবার টানা ভারি বর্ষণে কক্সবাজার জেলার চকরিয়া, রামু, পেকুয়া, উখিয়া ও টেকনাফের অধিকাংশ এলাকা তলিয়ে যায়। এতে পানিবন্দি হয়ে পড়ে সাড়ে ৫ লাখ মানুষ। ক্ষয়ক্ষতি হয় বাড়িঘর, মৎস্য খামার সহ ফসলি জমি। বিধ্বস্ত হয়ে যায় কালভার্ট, ব্রিজ ও সড়ক। এতে দুর্ভোগে পড়ে দুর্গত এলাকার মানুষ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!