উখিয়ায় পাচারকালে ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের পূর্ব পাশে বরইতলী সংযোগ সড়ক এলাকা থেকে তাদের আক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বাদশা। তবে পাচারকারী সিএনজিচালিত অটোরিক্সা চালক পাতাবাড়ি এলাকার মো. কালুর ছেলে মো. সেলিম গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে গেছে।

আটককৃতরা হলেন মো. আমির হোসেনের ছেলে নবি হোসেন (২৫), আবুল কালামের ছেলে নুরুল আলম (২৩), ছৈয়দ উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৫), নুরুল বশরের ছেলে রিদুয়ান (২২), আবু ছৈয়দের ছেলে মো. ছাদেক (২৭), মো. ছিদ্দিরকের ছেলে ছৈয়দ আলম (৪০), সুলতান আহমদের ছেলে মো. সেলিম (২৪) ও তার ভাই মো. শাকের (২৬)। তারা উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা।

উখিয়ার থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, ‌‘আটক রোহিঙ্গাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!