উখিয়ায় দুই দালালসহ মালয়েশিয়াগামী ২০ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় দুই দালালসহ মালয়েশিয়াগামী ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সারারাত উখিয়ার ইনানী ও কুতুপালং চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৬ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। আটক দুই দালালের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হল- ইনানী এলাকার সলিম উল্লাহর ছেলে মো. শোয়াইব ও দক্ষিণ নিদানিয়া এলাকার লোকমান হাকিমের ছেলে নুরুল আমিন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, ‘দালালদের খপ্পড়ে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে উখিয়ার ইনানী উপকূলীয় এলাকার বড়খাল থেকে ১৪ জন ও কুতুপালংয়ে সড়কের চেকপোস্ট থেকে অন্য ৬ জনকে আটক করা হয়। এ সময় পাচারে জড়িত দুই জনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!