উখিয়ায় ৫ স’মিল উচ্ছেদ, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রশাসনের অভিযান

কক্সবাজারের উখিয়ায় ৫টি অবৈধ স’মিল উচ্ছেদসহ একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে দুই মাসের সাজা দেন অভিযান পরিচালনাকারী উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার পালংখালী, থাইংখালী ও উখিয়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘পালংখালীতে ৫টি অবৈধ স’মিল উচ্ছেদসহ এক সমিল মালিককে আটক করে ২ মাসের সাজা দেয়া হয়। এছাড়াও ইউসুফ অ্যান্ড ব্রার্দাস ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা, অনুমোদন বিহীন বালুখালী ডিজিটাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, নকল প্রসাধনী, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে উখিয়া সদরের নুর হোটেলকে ১ লাখ টাকা, আল মামুন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, জামতলী ও থাইংখালী বাজারে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের প্রসাধনী বিক্রির দায়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সাথে ছিলেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!