ঈদ বোনাসের দাবিতে ৬০০ পোশাক শ্রমিক রাস্তায়

ঈদের আগে ফুল বোনাসের দাবিতে চট্টগ্রাম নগরের মুনছুরাবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় তিনটি পোশাক কারখানার শ্রমিকরা। ফ্যাশন ওয়াস নামের দুটি কারখানা এবং পিওম নামের অপর একটি কারখানার প্রায় ৬০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

সোমবার (১৮ মে) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ বিক্ষোভ। এ সময় নগরীর ডবলমুরিং থানা পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা তাদের দাবিতে অটল থাকে সড়কে। পরে পুলিশ ও মালিক পক্ষের জরুরি বৈঠকে শ্রমিকদের দাবি মোতাবেক ফুল বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়। তবে ঈদের আগে দেওয়া হবে ৫০ শতাংশ, ঈদের পরে ৫০ শতাংশ। তিনটি পোশাক কারখানায় একই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে শিল্প পুলিশের এএসপি মোহাম্মদ অহিদুর রহমান বলেন, ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করেছে। ঈদের আগে ফুল বোনাস চায় তারা। বৈঠকে মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছেন। তবে দুই কিস্তিতে বোনাস দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর বিকেলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!