ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ে পুলিশের সভা

ঈদ উপলক্ষে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা করেছে রেলওয়ে জেলা পুলিশ। সোমবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়। টিকিট প্রত্যাশী ও বাড়ি ফেরা মানুষের যাত্রাকালীন সময়ে কোনোরকম ঝামেলা পোহাতে না হয় সে লক্ষে এমন প্রচারণায় নেমেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হোসেন তালুকদার বলেন, ট্রেনে যাত্রাকালে প্লাটফর্মে বা রেলস্টেশনে যাত্রীরা যাতে কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাদ্য ও পানীয় গ্রহণ না করে সে ব্যাপারে তাদের সতর্ক করতেই আমাদের এমন প্রচারণা। সেইসঙ্গে গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ে পুলিশের সভা 1
রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা

তিনি আরও বলেন, প্রতিদিনই বহু যাত্রী স্টেশনে থাকেন। তাছাড়া সামনে ঈদ। তাই যে কোনো বিষয়ে সন্দেহ হলে তৎক্ষণিক আমাদের কিংবা নিকটস্থ থানায় জানাতে। প্রয়োজনে ৯৯৯ এ কল করে সাহায্য নিতে পারেন। বিষয়টি সকলের কাছে পৌঁছে দিতেই আমাদের প্রচারণা।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ ভূঁইয়া, পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম ও এএসপি শওকত আলী ভূঁইয়া।

শারমিন/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!