ঈদে চট্টগ্রামে রেলের বগি সংকট, ৬ জোড়া স্পেশাল থাকার পরও শিডিউল বিপর্যয়ের শঙ্কা

মেরামত করা ৭৩টির মধ্যে ৩৬টিই খাবার বগি ও পাওয়ারকার

রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চল ঈদে যাত্রীসেবায় ১১৫টি ইঞ্জিন মেরামত করলেও রয়ে গেছে বগি সংকট। আন্তঃনগর ট্রেনে যাত্রীর চাপ থাকলে দুটো অতিরিক্ত বগি ব্যাকআপ রাখার কথা থাকলেও বগি সংকটের কারণে তাও সম্ভব হচ্ছে না। তবে যাত্রীসেবায় ছয় জোড়া স্পেশাল ট্রেন রাখা হয়েছে। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে শিডিউল বিপর্যয়ের শঙ্কাও দেখা দিয়েছে।

তবে ঈদে যাত্রীসেবায় ছয় জোড়া ট্রেনের ব্যবস্থা রাখলেও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে বেশি টিকিট বিক্রয় হলেও অতিরিক্ত বগি সংযেজন করা যায়নি বগি সংকটের কারণে। একই সঙ্গে ঢাকাগামী ও সিলেটগামী দুটির অধিক ট্রেন থাকার পরেও ঈদে ঘরমুখি যাত্রী সংখ্যা দ্বিগুণ হওয়ার পরও অতিরিক্ত বগি সংযোজন করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রেলওয়ে পূর্বাঞ্চলের যান্ত্রিক বিভাগ সূত্র জানায়, ঈদ উপলক্ষে ৭৩টি বগি চলাচলের উপযোগী করে ইয়ার্ডে দেওয়া হয়েছে।

তবে এই ৭৩টি বগির মধ্যে শুধুমাত্র ৩৭টি যাত্রী বহন করতে পারবে। বাকিগুলো খাবার বগি ও পাওয়ারকার বলে জানা গেছে।

জানা যায়, রেল পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানা ওয়ার্কশপে মাসে ৩৫টি বগি মেরামত করা হলেও ঈদ উপলক্ষে তারা ৫০টি বগি মেরামত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে রেলের এক কর্মকর্তা বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে কোনো বগি বিকল হলে সেক্ষেত্রে ওই বগির বিক্রিত টিকেট ফেরত দিতে হবে, না হয় বগি মেরামত শেষে যাত্রা করতে হবে। ফলে অতিরিক্ত বগি না থাকায় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে।’

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘রেল কোটি কোটি টাকা প্রকল্পের নামে ব্যয় করে। রেলওয়ে যাত্রীদের ভ্রমণ সুবিধায় বগি, ইঞ্জিন আমদানি না করে হরিলুটের প্রকল্প নিয়েই ব্যস্ত। যাত্রীদের সেবার কথা মাথায় রেখে এসব প্রকল্পের চেয়ে যাত্রীদের কথা বেশি চিন্তা করা উচিত।’

চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট জাকির হোসেন বলেন, ‘চাহিদার বিপরীতে বগি কম হলেও ঈদে ঘরমুখি যাত্রীদের আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করার চেষ্টা করছি ।’

তবে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বগি সংকট বিষয়টি স্বীকার করে বলেন, ‘যাত্রীর চাপ দ্বিগুণ, সে তুলনায় বগি অর্ধেক। তাই হিমশিম খাচ্ছি।’

এদিকে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল হওয়ার শঙ্কা নেই দাবি করে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ‘ঈদ উপলক্ষে ৭৩টি বগি মেরামত করে যাত্রীসেবায় পাঠিয়েছি, কাজ চলছে।’

এ বিষয়ে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সর্দার শাহাদাৎ আলী বলেন, ‘ঈদে ঘরমুখি যাত্রীদের ভ্রমণ নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে প্রকল্পের পেছনে অর্থ ব্যয় এবং যাত্রীসেবায় বগি সংকটের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!