ঈদুল আজহায় পূর্বাঞ্চল রেলে যোগ হবে ৩৫ কোচ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পূর্বাঞ্চল রেলওয়েতে যুক্ত হবে ৩৫ কোচ। কেন্দ্রীয়ভাবে এখনো এ সংক্রান্ত সিন্ধান্ত না হলেও ৩৫ কোচ চলাচল উপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে ওয়ার্কশপ বিভাগ। গত ঈদুল ফিতরে যুক্ত হয়েছিলো ৭৩ কোচ।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, এবার রেলের নিয়মিত কোচের সাথে ৩৫ কোচ সংযুক্ত হওয়ার জন্য কাজ করছে ওয়ার্কশপ শাখার কর্মীরা। গত ঈদে দুই সাম ওভার টাইম সময় নির্ধাতির হলেও এবারের ঈদুল আজহায় ওভার টাইম ধরা হয়েছে এক মাস।

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের মেকানিক্যাল শাখার একাধিক কর্মকর্তা জানান, ঈদুল আজহার এক মাস আগে থেকে বিশেষ বগির কাজ শুরু হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে ওয়ার্কশপে পানি উঠে যাওয়ায় মেরামত কাজ বিঘ্নিত হয়। তারপরও নির্ধারিত সময়ে কোচগুলো পরিবহন শাখাকে বুঝিয়ে দেওয়ার জন্য জিইআর শপ, রেজ শপ, হুইশ সপ, ওয়াগন সপ, পেইন্ট সপ ওয়েল্ডিং সপ,সিএইচআর সপ, স্মিথি সপ, ফাউন্ড্রি শপে কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, গত ঈদুল ফিতরে ৭৩০ কোচের সাথে যুক্ত হয়েছিলো ৭৩ কোচ। ৮০৩ কোচে যাত্রী সেবা দেয় পূর্বাঞ্চল রেল। এবার যুক্ত হচ্ছে ৩৫।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!