ই-অরেঞ্জ চট্টগ্রামের ২৩ গ্রাহক থেকেই মেরেছে দেড় কোটি টাকা

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন ইকবাল হোছেন নামের এক গ্রাহক। ইকবাল হোছেনসহ চট্টগ্রামের ২৩ জন গ্রাহকের প্রায় এক কোটি ৩২ লাখ ৭০ হাজার ৯২৬ টাকা আত্মসাৎ করেছে প্রতারক ওই ই-কমার্স প্রতিষ্ঠান।

রোববার (১৭ অক্টোবর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ মামলা দায়ের করেন ইকবাল হোছেন নামের ওই গ্রাহক। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানা, প্রতিষ্ঠানটির কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মের পর থেকে বিভিন্ন সময় পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে টাকা পরিশোধ করেন ইকবাল হোছেন। তবে প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহের আশ্বাস দিলেও পণ্য সরবরাহ করেনি।

জানা যায়, প্রতিষ্ঠানটি প্রায় এক লাখ গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে ইকবাল হোছেনসহ চট্টগ্রামের ২৩ জন গ্রাহকের প্রায় এক কোটি ৩২ লাখ ৭০ হাজার ৯২৬ টাকা রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!