ইয়াবা পাচার মামলায় ২ রোহিঙ্গার ১০ বছর করে কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ২ রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) এ রায় দেন কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলো- মিয়ানমারের আকিয়াব জেলার মংন্ডুর প্রংপ্রু গ্রামের বাসিন্দা মোহম্মদ আলমের ছেলে মোহাম্মদ রফিক খোকন ও একই এলাকার মোহাম্মদ কালুর ছেলে মোহাম্মদ আবদুল আমিন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আবুল কাসেম।

মামলার বিবরণে জানা গেছে, টেকনাফ উপজেলার উত্তর নাইট্যংপাড়ার মোহাম্মদ ছৈয়দ মাস্টারের ছেলে মোহাম্মদ জামালের ভাড়া বাসা থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারি ভোর ৬টায় ৭০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ রফিক খোকন, মোহাম্মদ আবদুল আমিন এবং মোহাম্মদ জামালকে বিজিবির সদস্যরা আটক করে। পরে বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে। আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ, জেরা ও চূড়ান্ত শুনানি শেষে মামলার ১ ও ২ নম্বর আসামি রোহিঙ্গা রফিক খোকন ও আবদুল আমিনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়ায় এবং ওই মামলা থেকে মোহাম্মদ জামালকে খালাস দেওয়া হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!