ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

পুরনো বন্ধুদের সাথে একটুখানি খুনসুটি, স্মৃতি রোমন্থনে আড্ডায় একে অপরের হাল জানা, সব মিলিয়ে ক্যাম্পাস জীবনের সোনালী দিনে ফিরে যাওয়ার একটুখানি চেষ্টা। সতীর্থদের পেয়ে এভাবেই স্মৃতির আনন্দে ভাসলেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পেনিনসুলার ডালিয়া হাউস যেন পরিণত হয় পুরনো সেই ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের আঙ্গিনায়।

বিকাল ৩টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন শিক্ষার্থীরা। তারপর সন্ধ্যা নামতেই স্মৃতিচারণা, গান আর কবিতায় নিজেদের মত করে মেতে উঠেন শিক্ষার্থীরা।

ইস্পাহানী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী তৌসিফ সাদমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমরা এসএসসি ৩০তম ব্যাচ এবং এইচএসসি ২৬তম ব্যাচ। বহুদিন পর পুরনো সব বন্ধু এক জায়গায় হতে পেরেছি, এটা অনেক বড় আনন্দ। সবাই একসাথে মজা করেছি, পুরনো সেই দিনে ফিরে গেছি। মনে হয়েছে আমরা যেখানে থাকি ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ আমাদের সাথে আছে। এ আনন্দ কখনও ফুরাবেনা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অব.) মো. সিরাজুল ইসলাম, নুরুল আলম, মো. তৌহিদুল আলম, এস.এম. মাফরোজ, ফারহানা বেগম নিপা, হাবিবুল আলম (পেয়ারু) ও সায়রা বানু রৌশনী।

উল্লেখ্য, পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক চট্টগ্রাম প্রতিদিন।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!